নিউজ ডেস্ক:
দাঁত মাজা ছাড়াও আরও অনেক কাজে লাগে টুথপেস্ট। জেনে নিন-
* চোট পেলে অনেক সময়ে রক্ত জমে দাগ হয়ে যায় ত্বকে।
এইরকম চোট বা পুড়ে যাওয়া ক্ষততে টুথপেস্ট লাগালেও ফল পাবেন।
দাঁত যেমন মাজেন, তেমনই নখে টুথপেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে মাজুন। নখ সুন্দর ও মজবুত থাকবে।
* চুলে রং করার সময়ে প্রায়ই ত্বকে জামা কাপড়ে রং লেগে যায়। সেক্ষেত্রেও টুথপেস্ট ব্যবহার করতে পারেন। এছাড়া চুলে রং করার আগে ত্বকে টুথপেস্ট লাগিয়ে রাখুন। এতে আপনার ত্বকে দাগ পড়বে না।
* কার্পেট বা পোশাকে চা বা কফির দাগ পড়ে গিয়েছে। সাবান বা ডিটারজেন্টেও কাজ হচ্ছে না। সেই দাগের উপরে টুথপেস্ট লাগিয়ে জলে ভেজানো স্পঞ্জ দিয়ে ঘষুন।
* চুলের জেল হিসেবেও ব্যবহার করতে পারেন। ক্রেয়ন বা রং পেনসিলের দাগ ওঠাতেও ব্যবহার করা যেতে পারে টুথপেস্ট। মোবাইলের স্ক্রিনে অনেক সময়ে আঁচড়ের দাগ পড়ে যায়। সেক্ষেত্রে মোবাইলের স্ক্রিনে অল্প একটু টুথপেস্ট লাগিয়ে আঙুল দিয়ে ঘষে দিন। তার পরে ভেজা কাপড়ের টুকরো দিয়ে স্ক্রিনটি মুছে নিন।
* দেওয়াল পরিষ্কার করার জন্যও টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। বাথরুম বা রান্নাঘরের বেসিনও পরিষ্কার করতে পারেন টুথপেস্ট দিয়ে। হান্ড-ওয়াশ হিসেবেই ব্যবহার করা যেতে পারে টুথপেস্ট।