বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দলে ফিরছেন ক্যারিবীয় তারকারা !

নিউজ ডেস্ক:

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ উইন্ডিজ ক্রিকেট দলের কিছু তারকা ক্রিকেটারদের দলে নিয়ে নতুন সিদ্ধান্তে পৌঁছেছে। দলে সেসব তারকা ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

আগামী অগাস্টে ইংল্যান্ড সফর করবে উইন্ডিজ দল। সফরে ওয়ানডে সিরিজের জন্য ডাক পেয়েছেন ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, কিরণ পোলার্ড, সুনীল নারাইনদের মতো তারকা ক্রিকেটাররা। তারকা ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল।

বেঙ্গালুরুতে এক ইভেন্টে গেইল বলেন, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক বর্তমানে উন্নতি হচ্ছে। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলে জায়গা পাননি এই জ্যামাইকান। শেষ ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে উইন্ডিজ জার্সি গায়ে নেমেছিলেন ক্রিস গেইল।

গেইল জানান, বোর্ডের সঙ্গে বর্তমানে ক্রিকেটারদের সম্পর্ক আরো উন্নতি হচ্ছে। এটা অবশ্যই ভালো দিক। আমরা চেষ্টা করবো এখান থেকে সেরা কিছু খেলোয়াড় বের করে আনতে।

গেইল আরো যোগ করেন, উইন্ডিজ দলের হয়ে প্রতিনিধিত্ব করছি সেটা দেখে সকল ভক্তরাই খুশি হয়েছেন। আশা করছি দলের হয়ে আরো অনেক কিছু খেলতে পারবো। আশা করছি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও উইন্ডিজ দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবো।

Similar Articles

Advertismentspot_img

Most Popular