চার মাসে আটক ৮ : ৯ কেজি সোনা উদ্ধার : মামলা ৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি: দর্শনা জয়নগর চেকপোস্টে আবারো অভিযান চালিয়ে ৭টি সোনারবারসহ আজাহার উদ্দীন নামের এক ভারতীয়কে আটক করেছে যশোর বেনাপোল শুল্ক গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা বিভাগের হাতে আটক আজাহার উদ্দীন ভারতের কলকাতার মাওলানা মহাম্মদ আলী রোডের খিদিরপুরের আব্দুল রহিম খানের ছেলে। গতকাল বুধবার বিকাল ৫টায় ভারতে প্রবেশকালে জয়নগর কাস্টমস চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। যশোর বেনাপোল শুল্ক গোয়েন্দা তদন্ত সার্কেল গত ১১ এপ্রিল থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রায় চার মাসে জয়নগর চেকপোস্টে পাসপোর্টধারী ভারতীয় নাগরিক আজহারসহ ৮ সোনা পাচারকারীকে আটক ও ৯ কেজি সোনা উদ্ধার শেষে ৬টি মামলা দায়ের করেছে। তবে, পাচারকারীরা আটক হলেও সোনা পাচারের আড়ালের প্রকৃত গডফাদাররা রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানালেন, তদন্তের স্বার্থে সব কথা বলা সম্ভব না। খুব শীঘ্রই সোনা পাচারের মূল হোতারাও ধরা পড়বে। যশোর বেনাপোল শুল্ক গোয়েন্দা তদন্ত সার্কেলের সহকারী পরিচালক সাইফুর রহমান জানান, গতকাল বুধবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক জয়নগর চেকপোস্ট দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে।
এ সংবাদের ভিত্তিতে গোয়েন্দা ইন্সপেক্টর সাজিবুল ইসলামের নেতৃত্বে একটি দল বেলা ১১টা থেকে দর্শনা আন্তর্জাতিক জয়নগর চেকপোস্ট কাস্টমস এলাকায় অবস্থান নেয় এবং বিকাল ৫টার দিকে এস-১৬৯০৬০৫ নং-পাসপোর্টধারী ভারতীয় নাগরিক আজহার উদ্দিন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করে। আটকের পর তার লাগেজ তল্লাশী করে ট্রলির চাকার ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১শ’ গ্রাম ওজনের ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার পরিমাণ ৭শ’ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা। গোয়েন্দা কর্মকর্তা সাইফুর রহমান আরো জানান, আটককৃত ভারতীয় নাগরিক আজাহার উদ্দীন একজন পেশাদার সোনা পাচারকারী। তার পাসপোর্ট অনুযায়ী এযাবৎ ১৫ বার বাংলাদেশে আসা যাওয়া করেছে সে। সে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে চলাচল করে থাকে। আটক আজহার উদ্দীন গত ২৩ জুলাই ভারত থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এরপর গতকাল ঢাকার বায়তুল মোকাররম এলাকার জনৈক ব্যক্তির মাধ্যমে সোনাসহ লাগেজটি গ্রহন করে সে। বায়তুল মোকারমের ওই ব্যক্তি লাগেজটি কলকাতার এক ব্যক্তির নিকট পৌছিয়ে দিতে বলে তাকে। সে মোতাবেক আজহার লাগেজ নিয়ে গতকাল ভোরে জয়নগরের উদ্দেশ্যে রওয়ানা দেয় এবং বিকালে শুল্ক গোয়েন্দা বিভাগের হাতে সে আটক হয়।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ইন্সপেক্টর সাজিবুল ইসলাম বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক আটক আজাহার উদ্দীনকে গতকালই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেন এবং উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে বলে জানান।