দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

0
29

নিউজ ডেস্ক:দর্শনায় মাদকবিরোধী অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ দেলোয়ারা (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নারী মাদক ব্যবসায়ী দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর পশ্চিমপাড়ার মানিকের স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নের্তৃত্বে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর ঈদগাহপাড়ায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর পশ্চিমপাড়ার মানিকের স্ত্রী দেলোয়ারা খাতুন নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৫২ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। এ বিষয়ে দর্শনা থানায় আসামির বিরুদ্ধে মাদক মামলা করেছে পুলিশ।