শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

দর্শনায় ইয়াবাসাহ আলমগীর গ্রেফতার

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের আলমগীরকে ইয়াবাসহ আটক করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যারাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৭টার দিকে মাদকদ্রব্য কেনাবেঁচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাজীব আলী ও সহকারি উপপরিদর্শক রজিবুল হক সঙ্গীয় ফোর্সসহ দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরে অভিযান চালায়। অভিযানকালে একই এলাকার ফরজ আলীর ছেলে আলমগীর হোসেনকে (৪৫) গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular