দর্শনায় আ.লীগ অফিস ও যুবলীগ নেতার বাড়ির সামনে

0
9

নিউজ ডেস্ক:দর্শনা পৌর এলাকায় পৃথকস্থানে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। প্রথমে দক্ষিই চাঁদপুর গ্রামের আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। পরে স্যামপুর গ্রামে যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোটর বাড়ির সামনে একটি বোমা বিস্ফোরন ঘটে। এ ঘটনায় পৌর আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ বোমা বিষ্ফোরনের ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার রাতে দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্টস্টেশন সংলগ্ন আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে একটি মোটরসাইকেলযোগে দু’জন অপরিচিত লোক এসে বোমা বিস্ফোরন ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় অফিস বন্ধ থাকায় কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় স্থানীয় এক আ.লীগ নেতা। বোমা বিস্ফোরনের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় আ.লীগের নেতাকর্মিরা ঘটনাস্থলে ছুটে আসে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষনিক দর্শনা পৌর আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ একটি প্রতিবাদ মিছিল বের করে এবং প্রকৃত ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করে। এরপর রাত ১০টার দিকে স্যামপুর গ্রামে যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোটর বাড়ির সামনের রাস্তায় একটি বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বোমার সাদৃশ্য উদ্ধার করেছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানায়, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেখানে এক ধরনের ককটেল জাতীয় বোমা মারা হয়েছে। তবে কোন ক্ষয় ক্ষতি হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছিলো।