মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

দর্শনায় ফেন্সিডিলসহ যুবক আটক

আমিনুর রহমান নয়ন (চুয়াডাঙ্গা)

দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ নাঈম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। রবিবার (২৯শে ডিসেম্বর) সকাল ৮টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাঈম হোসেন জীবননগর উপজেলার শাহাপুর গ্রামের উত্তরপাড়ার জামিন হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেলসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই তোরগুল হাসান সোহাগ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার সকাল ৮টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে বাসস্ট্যান্ডের মেসার্স হাকিম ভল্কানাইজিংয়ের সামনে হল্ট মোড়গামী পাকা রাস্তার উপর হতে নাঈম হোসেন নামের একজনকে আটক করা হয়। এসময় তাঁর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩০ বোতল ফেন্সিডিল।

এ ঘটনায় আটক নাঈম হোসেনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular