দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চাকরি জীবনের অবসরে যাচ্ছেন। গতকাল বুধবার সকাল ১০টায় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে তার শেষ সভা অনুষ্ঠিত হয়। কেরুজ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মদ সবুজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মাসুদুর রহমান দীর্ঘ ৯ বার সাধারণ সম্পাদক এবং ৩ বার মেম্বার পদে নির্বাচিত হয়ে শ্রমিক নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি দুই দফায় কেন্দ্রীয় শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গতকাল অবসরে যাওয়ার প্রাক্কালে তিনি কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
সভায় মাসুদুর রহমান উপস্থিত শ্রমিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আমি চলে যাচ্ছি, আপনারা যারা আছেন, শ্রমিকদের সুবিধা-অসুবিধা দেখবেন এবং শ্রমিকদের স্বার্থে কাজ করবেন। মিল কর্তৃপক্ষের সঙ্গে ভালো আচরণ করে তাদের ন্যায্য পাওনা আদায় করবেন। কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের চেষ্টা করবেন। মিল চালু থাকলে আপনাদের চাকরি থাকবে, আর তা না হলে পরিবারের জন্য কঠিন সময় আসতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমার দীর্ঘ পথচলায় যদি কোনো ভুল করে থাকি বা কারো মনে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। সবসময় মিলের উন্নতি ও শ্রমিকদের মঙ্গল কামনা করি।’
সভায় আরও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মফিজুর রহমান, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, সাংগাঠনিক সম্পাদক ইকবাল হুসাইন, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, কোষাধ্যক্ষ আবু সাইদসহ বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ।