দরকারি জিনিস ডটকমের অনলাইন বিজয় মেলা!

0
48

নিউজ ডেস্ক:

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়ের ৪৫ বছর পূর্তিকে সামনে রেখে দরকারি জিনিস ডট কম আয়োজন করেছে দেশের বৃহত্তম অনলাইন বিজয় মেলা ।
সম্পূর্ণ অনলাইন ভিত্তিক এই মেলা শুরু হয়েছে ১ ডিসেম্বর ২০১৬ থেকে। অনুষ্ঠিত এই মেলা উপলক্ষে   কিচেন, গ্যাজেট, হেলথ আইটেমসহ সর্বমোট  ৩০০+পণ্যে থাকছে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট।

গ্রাহকরা তাদের অর্ডারকৃত পণ্যে ঢাকার মধ্যে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে হাতে পেয়ে যাবেন। অনলাইন পেমেন্ট ছাড়াও গ্রাহকদের জন্য থাকছে ক্যাশ অন ডেলিভারি (সিওডি)। ত্রুটিপূর্ণ পণ্য এমনকি পণ্য পছন্দ না হওয়া সাপেক্ষে রয়েছে সহজ রিটার্ন পলিসি।

অনলাইন বিজয় মেলা প্রসঙ্গে দরকারি জিনিস ডট কমের প্রধান পরিচালনা কর্মকর্তা বলেন, “শত ব্যস্ততার মাঝে অনেক সময় ক্রেতারা তাদের পছন্দমত পণ্যে কেনার সুযোগ পেয়ে উঠেন না।

তাই আমাদের এই প্রচেষ্টা, যাতে করে ঘরে বসেই আনকমন/কমন প্রয়োজনীয় প্রোডাক্টগুলো  সম্মানিত  ভোক্তাবৃন্দ সাশ্রয়ীমূল্যে পেতে পারেন । জ্যাম-ভীড় না ঠেলে পরিবারের সময়টুকু পরিবারের জন্যই থাকুক আর সঠিক পণ্য খুঁজে বের করার দায়িত্বটুকু থাকুক আমাদের কাঁধেই।”

উল্লেখ্য, আগামী  ৩১শে ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত চলবে দেশের সর্ববৃহৎ এই অনলাইন বিজয় মেলা ।গ্রাহকবৃন্দ এই সময়ের মধ্যে www.dorkarijinish.com  এই লিঙ্ক থেকে তাদের পছন্দের পণ্যগুলো ক্রয় করতে পারবেন।
আমাদের প্রোডাক্ট-এর আরো আপডেট জানতে  https://www.facebook.com/dorkarijinish2 ফ্যান পেইজ-এ লাইক দিয়ে রাখুন