বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দয়া করে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন: মাহমুদ আব্বাস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের  ভাষণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বিশ্বের সকল দেশের প্রতি অনুরোধ জানিয়েছেন, আপনারা দয়া করে ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধ করুন। বিশেষত আমেরিকার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথাটি বলেন।

মাহমুদ আব্বাস বলেন, আপনারা এই যুদ্ধ বন্ধ করুন। যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধ করে আপনারা ফিলিস্তিনের নারী ও শিশুদের বাঁচার সুযোগ দিন।

তিনি আরও বলেন, মানুষ হত্যার এই পাগলামি কখনোই চলতে পারেনা। পুরো পৃথিবী এর জন্য দায়ী। গাজায় এবং পশ্চিম তীরে যা হচ্ছে সেটা অবশ্যই বন্ধ করতে হবে।
তিনি বলেন, আমেরিকা নিরাপত্তা পরিষদকে ভেটো দিয়ে এ যুদ্ধ জারি রেখেছে। এটা কখনোই সমর্থনযোগ্য নয়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস প্রথম হামলা চালিয়ে এ যুদ্ধের শুরু করে। তখন অন্তত ১২শ ইসরায়েলি নিহত হয়। হামাস ২৫০ জনের বেশি ইসরায়েলি নাগরিককে বন্দি করে। এরপর ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

মি আব্বাস আরও বলেন, ফিলিস্তিন যেভাবে নিরাপদ মানুষকে হত্যা করছে সেটা রীতিমত অপরাধ। এই অপরাধের পর তাদের জাতিসংঘের সদস্যপদ বাতিল করা উচিৎ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular