বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দঙ্গল ও আমিরকে নিয়ে এ.আর রহমানের টুইট !

নিউজ ডেস্ক:

মুক্তির পর থেকেই একরে এক চমক তৈরি করেছে গীতা সিং ফোগতকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘দঙ্গল’। বলিউড সহ সারা বিশ্ব কাঁপিয়ে এখন চীনে রমরমা ব্যবসা করে চলেছে আমির খানের সুপারহিট এ ছবি। একের পর এক নতুন রেকর্ড করছে।

একদিকে প্রভাসের ‘বাহুবলী’ তো একদিকে আমির খানের ‘দঙ্গল’। বক্স অফিসে ঝড় থামছেই না। এদেশের পাশাপাশি চীনেও দর্শকদের মন জিতে নিয়েছেন হানিকারক বাপু।

এমাসেই চীনে মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। আর মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে ঝড় তুলতে শুরু করে দিয়েছে। এরই মধ্যে ৮২৫ কোটির ব্যবসা করে ফেলেছে দঙ্গল। আর এর জন্য আমির খানকে এবং পুরো দঙ্গল টিমকে টুইট বার্তায় অভিনন্দন জানালেন সঙ্গীত পরিচালক এ.আর রহমান।

সঙ্গীত পরিচালক এ আর রহমান টুইট বার্তায় লিখেন- Congrats @aamir_khan and team Dangal for winning over Chinese hearts again !

সূত্র: ডিএনএ

Similar Articles

Advertismentspot_img

Most Popular