নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমায় জান্নাতুল ফাহিম স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠানে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি করে যুবলীগ নেতাকর্মীরা। এতে অন্তত ৫ ছাত্রলীগ নেতা আহত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমা মোগলাবাজার থানাধীন হবিনন্দি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, শিববাড়ি আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত জান্নাতুল ফাহিমের স্মরণে গঠিত সংগঠনটির কমিটির অভিষেক ও কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার রাতে। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, নগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের এক পর্যায়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় খোকা, জামিল, সোহেলসহ অন্তত ৫ জন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল ঘটনার ব্যপারে বলেন জানান, একই গ্রুপের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ ঘটায়। এতে যুবলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের উপর গুলি ছুড়ে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা জানান, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব এবং নিজেদের মধ্যে বিরোধ থেকে এই সংঘর্ষ ঘটেছে। এতে ২ জন আহত হয়েছে বলে শুনেছি। তাদেরকে ওসমানী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।