দক্ষিণ প্রান্তে টোল প্লাজার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

0
27

টিটু,আনোয়ারা চট্টগ্রাম প্রতিনিধি :

কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজার সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে দ্রুতগামী একটি বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( বন্দর) আরেফিন জুয়েল বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন রয়েছেন। তারা ঘটনাস্থলেই নিহত হন। নিহত অপরজন অটোরিকশার চালক। অটোরিকশা চালক হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

ঘটনাস্থলে থাকা কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) জাবেদুল ইসলাম জানান, অটোরিকশাটি শাহ আমানত সেতুতে টোল দেয়ার জন্য টোল প্লাজায় দাঁড়িয়েছিল। সামনে ছিল একটি ট্রাক। এ সময় দ্রুতগামী একটি লোকাল বাস এসে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিহত হন মো. সোহেল (৩৫) তার স্ত্রী বৃষ্টি এবং তাদের দুই শিশু সন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩)।

নিহত অটোরিকশার চালকের নাম সুরুজ (৫৫)। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এসআই জাবেদ।