নিউজ ডেস্ক:
ফের যুদ্ধের ইঙ্গিত! চীনের হুমকির মুখে এবার জাপান। বেইজিংয়ের হুঁশিয়ারি, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে জাপান যদি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পাঠায় তাহলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। আগামী মে মাসেই হেলিকপ্টার বহনে সক্ষম জাহাজ ইজুমো তিন মাসের অভিযানে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যাবে বলে জানানো হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, গত বছরের তুলনায়ন দক্ষিণ চীন সাগরের পরিস্থিতির উন্নতি হয়েছে। আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টায় এটি ঘটছে বলেও জানান তিনি। এই অঞ্চলের বাইরের দেশগুলোকে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার তৎপরতার প্রতি সম্মান জানানোর আহ্বানও জানান তিনি।
আগামী মে মাসে হেলিকপ্টারবাহী জাহাজ ইজুমো তিন মাসের অভিযানে দক্ষিণ চীন সাগরে যাবে। প্রকাশিত খবরে আরও বলা হয়েছিল, ইজুমোর সামরিক সক্ষমতা যাচাই করার জন্য তিন মাসের অভিযানে পাঠানো হচ্ছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে জাহাজটি প্রশিক্ষণ নেবে। অবশ্য দক্ষিণ চীন সাগরের যে অংশকে বেইজিং তার নিজের এলাকা বলে দাবি করছে সেখানে এটি যাবে কিনা তা পরিষ্কার ভাবে জানা যায় নি।