সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মোঃ নজরুল ইসলাম-
দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনগুলির মধ্যে অন্যতম দক্ষিণ কোরিয়ায় সিলেট কমিউনিটি। লোকজনের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে এই কমিউনিটি। বর্তমান সিলেটে ভয়াবহ বন্যার সৃষ্টি হওয়ায় ভানবাসী মানুষদের সহযোগিতার পাশাপাশি অনেকেই পকেট ভারী করছেন। এমনটাই দেখা গেছে দক্ষিণ কোরিয়ায় সিলেট কমিউনিটিতে। সিলেট কমিউনিটির মুরুব্বি গিরিজা প্রসাদ ভট্টাচার্য প্রধান উপদেষ্টা , অভিযোগে জানা যায়, ২৬শে জুন তিনি টাকার বিনিময়ে বিভিন্ন সিউলে সিলেট কমিউনিটির লোক নিয়ে উপস্থিত হন।
কোরিয়া আওয়ামীলীগের একটা পুরাতন কমিটি থাকলেও কিছু পদলোভ ধারি নতুন কমিটি করতে চাইলে লোকবলের অভাবে একটা অনুষ্ঠান করতে পারছিলেন না। পরিশেষে তারা সিলেট কমিউনিটির প্রধান উপদেষ্টার দ্বারস্থ হন। প্রধান উপদেষ্টা জন প্রতি দুই লক্ষ কোরিয়ান ওন করে নেন এবং আসা যাওয়ার জন্য গাড়ী ও খাওয়া ফ্রী করে দেন। এই সুবাদে গিরিজা প্রসাদ ভট্টাচার্য ১৬ জন নিয়ে মিটিংয়ে উপস্থিত হন।
১৬ জনের বিনিময়ে সিলেট কমিউনিটির প্রধান উপদেষ্টা গিরিজা প্রসাদ ভট্টাচার্য ৩২ লক্ষ কোরিয়ান ওন নিয়ে আশেপাশের দু’এক জনকে সামান্য পরিমান অর্থ দিয়ে নিজের পকেট ভারি করেন এবং একটা আওয়ামীলীগের কমিটি গঠন করেন যেখানে ময়মনসিংহ জেলার একজন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়। যাহা শুধু সিলেট কমিউনিটি নয় কোরিয়ায় সামাজিক সব সংগঠনের জন্য লজ্জার বিষয় হয়ে দাড়িয়েছে।
আরো জানা যায়, সিলেট কমিউনিটির এই অবস্থা দেখে অন্যরাও বিভিন্ন কমিউনিটির সহিত যোগাযোগ করতেছে তারাও লোক দেখিয়ে কমিটি গঠন করবে হয়তো। কোরিয়ার প্রবাসীরা কমিউনিটির এ ধরনের ব্যবহার পরিত্যাগ করে সত্যিকারের মানুষের প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।