দক্ষিণ কোরিয়ার মুয়ান শহরের বিমানবন্দরে একটি বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৬৭জন নিহত হয়েছেন। দেশটির ন্যাশনাল ফায়ার এজেন্সি এ তথ্য জানিয়েছে।
রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৩ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
থাইল্যান্ডের ব্যাংকক থেকে ১৭৫ যাত্রী এবং ছয় ক্রু নিয়ে জেজু এয়ার ফ্লাইট ৭C2216 মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সমায় এ দৃুর্ঘটনা ঘটে।
ন্যাশনাল ফায়ার এজেন্সি নিশ্চিত করেছে, ৬৭ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
আল জাজিরা জানিয়েছেন, বিমানবন্দরটি রাজধানী সিউল থেকে প্রায় ২৮৯ কিলোমিটার (১৭৯ মাইল) দক্ষিণপশ্চিমে অবস্থিত এবং এখানে উদ্ধার অভিযান চলছে।
‘এটি ব্যাংকক থেকে রাত্রিকালীন ফ্লাইট ছিল। ধারণা করা হচ্ছে, ল্যান্ডিং গিয়ারে কিছু সমস্যা হয়েছিল এবং মিডিয়াতে প্রকাশিত ছবি দেখে মনে হচ্ছে বিমানটি তার পেটের ওপর অবতরণ করে রানওয়ে ধরে স্লাইড করে চলে যায়, এরপর একটি বড় বিস্ফোরণ ঘটে।’
বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধারকাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় থাকা দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে তাঁর দপ্তর জানিয়েছে। গত শুক্রবার চোই সাং মক দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন।