বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

দক্ষিণ কোরিয়ায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা !

নিউজ ডেস্ক:

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা নিরাপত্তা বৃদ্ধিতে দেশটিতে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। টার্মিনাল হাই এলটিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) নামে যুক্তরাষ্ট্রের ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প, মধ্য ও দূরপাল্লার যেকোনো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম।

চলতি বছরের শেষ দিকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার কথা থাকলেও, সম্প্রতি উত্তর কোরিয়া জাপান সাগরে চারটি ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করার কারণে দ্রুত এই পদক্ষেপ গ্রহণে একমত হয়েছে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সরকার।

এর আগে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়। ফলে এ ব্যবস্থা কার্যকর হলে এখন থেকে দক্ষিণ কোরিয়াও দাবি করতে পারবে, যে তারা স্বল্প, মধ্য ও দূরপাল্লার যেকোনো ব্যালাস্টিক মিসাইল আক্রমণ ঠেকিয়ে দিতে সক্ষম।

সম্প্রতি আন্তর্জাতিক কনগ্লোমিরেট লোটে’র সঙ্গে দক্ষিণ কোরিয়ার এক চুক্তির ফলে দেশটির মিলিটারির সক্ষমতা বৃদ্ধিতে এই ধরণের প্রতিরক্ষা বাস্তবায়নের পথ সুগম হয়ে যায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular