নিউজ ডেস্ক:
আইফোন ব্যবহারকারীর জন্য সুখবর নিয়ে এলো অ্যাপল। অবশেষে আইফোনে ডুয়াল সিম প্রযুক্তি যুক্ত করার জন্য পেটেন্ট দায়ের করেছে প্রতিষ্ঠানটি।
ফলে ভবিষ্যতে ডুয়াল সিম সুবিধা সংবলিত আইফোন বাজারে আসতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস (ইউএসপিটিও) পেটেন্টটি অনুমোদন করেছে।প্রতিষ্ঠানটি জানায়, একাধিক সিম কার্ডযুক্ত মোবাইল ডিভাইসের অ্যান্টেনাগুলোর প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিস্টেম এই পেটেন্টে বলা হয়েছে। তাছাড়া পেটেন্টে আইফোনে কিভাবে ব্যবহারকারীরা দুটি সিম কার্ড ব্যবহার করবে তাও প্রযুক্তিতে দেখানো হয়েছে।
এদিকে, এ প্রযুক্তিটি সিমের অগ্রাধিকারও নিয়ন্ত্রণ করতে পারবে। একটি সিমকার্ড যদি ফোনকলের জন্য সক্রিয়ভাবে ব্যবহার করা হয়ে থাকে তবে দ্বিতীয় সিমটিকে ডাটা ব্যবহারের ব্যাপারে অগ্রাধিকার দেবে।
তবে পেটেন্ট অনুমোদন পেলেই অ্যাপল আইফোনে তা ব্যবহার করবে কিনা তা নিশ্চিত নয়।
চীন, ভারতসহ অনেক দেশেই ডুয়াল সিমের স্মার্টফোনের চাহিদা রয়েছে। অ্যাপল অবশ্য আইফোনে ডুয়াল সিম ফিচার ব্যবহার নিয়ে চীনের ইনটেলেকচুয়াল প্রোপার্টি অফিসে আরেকটি দলিল জমা দিয়েছে।