দক্ষিণখানে দেশীয় অস্ত্রসহ চার ডকাত আটক !

0
23

নিউজ ডেস্ক:

ঢাকার দক্ষিণখান থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- সাব্বির (২৬), মিঠুন (২২), খলিলুর রহমান (২৬) ও খোরশেদ (২৪)।

দক্ষিণখান থানা পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে থানা এলাকার মিয়া পাড়া থেকে ডাকাতদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতিসহ ঘরের তালা ভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) সুজন হক জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত ডাকাত। তাদের বেশ কিছু দিন ধরে পুলিশ খুঁজছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।