নিউজ ডেস্ক:
সম্প্রতি একদল বিজ্ঞানীদের সিলিকন দিয়ে তৈরি মানুষের হার্ট একেবারে আসল হার্টের মতোই কাজ করছে। সুইজারল্যান্ডের ETH Zurich কেন্দ্রে দীর্ঘ দিন ধরে এ নিয়ে গবেষণা চলছিল। অবশেষে তার ফল দেখা গেল। একটি 3D প্রিন্টারের সাহায্যে মানদেহের হার্ট পুরোটাই তৈরি করা সম্ভব হল সিলিকনের সাহায্যে।
এটি রীতিমতো পরীক্ষা করেও দেখা হয়েছে। সবচেয়ে আশাব্যঞ্জক ব্যাপার হল, ধাতু এবং প্লাস্টিকের তৈরি পাম্পের মাধ্যমে হার্টের বিকল্প হিসাবে যেটা ভাবা হয়েছিল, তার চেয়ে এটা অনেক বেশি বাস্তব সম্মত। এটি একটি গোটা সিলিকনের তৈরি কাঠামো, যার মাপ কম-বেশি একেবারে মানবদেহের হার্টের মতোই। এক গবেষকের মতে, এটি একেবারে হার্টের মতো অবিকল কাজ করতে সক্ষম।
আসল হার্টের মতো মতো এতে দু’টি অলিন্দ রয়েছে। তবে বিভাজিকার বদলে দুই আলাদা আলাদা প্রকোষ্ঠ রয়েছে। যার মধ্যে এক দিক থেকে রক্ত প্রবেশ করতে পারে এবং অন্যটি দিয়ে পাম্প হয়ে বেরিয়ে যেতে পারে। তবে সমস্যা হচ্ছে একটি ক্ষেত্রে। সিলিকনের তৈরি এই হার্ট ৩,০০০ বার বিট করতে পারছে। তার পরই এর কাঠামো ভেঙে পড়ছে। এতে একজন মানুষ ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত সময় বেঁচে থাকতে পারবেন। গবেষকরা এখন এমন এক পদার্থের খোঁজে রয়েছেন, যা অনেক বেশি ক্ষণ পর্যন্ত এই কাজ করে যেতে পারবে।
সূত্র: এই সময়