বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

‘থাগস অব হিন্দুস্থানে’ ফাতিমা, লুক টেস্টের ছবি ফাঁস !

নিউজ ডেস্ক:

প্রথম নজর কেড়েছেন আমির খানের ‘দঙ্গল’-এ। গীতা ফোগত, থুড়ি ফতিমা সানা শেখ। যদিও ‘চাচি ৪২০’-এ শিশু অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন তিনি। শোনা যাচ্ছে, আমিরের পরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’-এও দেখা যাবে তাঁকে। সম্প্রতি ওই ছবিতেই ফাতিমার লুক ফাঁস হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, এর আগে ‘থাগস অব হিন্দুস্তান’-এর প্রধান চরিত্রের জন্য আমির খানের বিপরীতে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, ক্যাটরিনা কাইফকে কাস্ট করার কথা ভাবা হয়েছিল। নাম শোনা গিয়েছিল সাইফ আলি খানের কন্যা সারা আলি খানেরও। কিন্তু ফাতিমার এই ছবি প্রকাশ্যে আসতেই হিসেবটা বদলে গিয়েছে বলে মনে করছেন বলিউড মহলের একটা বড় অংশ।

জানা গেছে, ফাতিমা লুক টেস্ট দিতে গিয়েছিলেন। আর সেখান থেকেই কোনও ভাবে ফাঁস হয়েছে এই ছবি। তবে আদৌ ফাতিমাকেই এই ছবির মূল চরিত্রের জন্য কাস্ট করা হল কি না তা নিয়ে এখনও মুখ খোলেননি ‘থাগস অব হিন্দুস্তান’ টিমের কেউই।

সূত্র: বলিউড হাঙ্গামা

Similar Articles

Advertismentspot_img

Most Popular