বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ত্রিদেশীয় সিরিজে টান টান উত্তেজনা ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানে হারালো জিম্বাবুয়ে !

নিউজ ডেস্ক:

মিরপুরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চরম নাটকীয়তায় শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। টান টান উত্তেজনা ও চরম নাটকীয়তায় ভরপুর ছিল ম্যাচটি। প্রতি মুহূর্তে ম্যাচের রঙ বদল হয়েছে। আর শেষ দিকে থিসারা পেরেরার ৩৭ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস লঙ্কানদের মনে জয়ের আশা জাগালেও চাতারা সে আশায় বাধা হয়ে দাঁড়ান। ডিপ মিড উইকেটে পেরেরাকে তালুবন্দি করেন সিকান্দার রাজা।

এদিন জিম্বাবুয়ের দেওয়া ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে লঙ্কানরা। ৪৭ রানে প্রথম দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কুসাল পেরেরার সঙ্গে ৮৫ রানের জুটি গড়ে কিছুটা সামাল দেন অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথুস। এরপর কুসাল পেরেরা আউট হলে বড় কোনও জুটি গড়তে পারেননি চান্দিমালরা। মাত্র ১৮৯ রান তুলতেই টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারায় হাথুরুসিংহের শিষ্যরা। ভাল শুরু এনে দিয়েও ফিরে যান লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস, উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন কুসাল পেরেরা ৮০ রানে তাকে সাজঘরে ফেরান ব্লেসিং মুজরাবানি। এরপর থিসারা পেরেরা কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লঙ্কানদের।

জিম্বাবুয়ের হয়ে টেন্ডাই চাতারা ৪টি, জার্ভিস ও ক্রেমার ২টি এবং সিকান্দার রাজা ও ব্লেসি মুজরাবানি ১টি করে উইকেট নেন।

আর অলরাউন্ড নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সিকান্দার রাজার হাতে।

এর আগে দিনের শুরুতে ২৯২ রানের লক্ষ্য ছুড়ে দেয় জিম্বাবুয়ে। দলটির হয়ে ৮১ রানে (৬৭ বল) অপরাজিত থেকে মাঠ ছাড়েন পাঁচ নম্বরে নামা সিকান্দার রাজা। ৭৩ রানের ইনিংস উপহার দেন অভিজ্ঞ হ্যামিল্টন মাসাকাদজা। ওপেনিং জুটিতে আসে ৭৫। সোলোমন মায়ার ৩৪ রানে আউট হন। এছাড়া ক্রেইগ আরভিন ২, ব্রেন্ডন টেইলর ৩৮, ম্যালকম ওয়ালার ২৯, পিটার মুর ১৯ রান করেন। শেষ ওভারের মুরের বিদায়ে কোনো বল না খেলে অপরাজিত থাকেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

লঙ্কানদের হয়ে আসিলা গুনারত্নে তিনটি উইকেট দখল করেন। থিসারা পেরেরা দু’টি ও অন্যটি নেন সুরাঙ্গা লাকমল।

Similar Articles

Advertismentspot_img

Most Popular