তেজগাঁও থেকে জেএমবি সদস্য আটক !

0
24

নিউজ ডেস্ক:

রাজধানীর তেজগাঁও থেকে নবীন হোসেন (৩২) নামের এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে তেজগাঁও থানার পূর্ব নাখালপাড়া এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব-১১।

এ বিষয়ে র‌্যাব-১১ সিও ল্যাফটেনেন্ট কর্নেল কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও এলাকা থেকে নবীন হোসেন নামের এক জেএমবি সদস্যকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।