তেঘরী গ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু

0
1

চুয়াডাঙ্গা সদর উপজেলা তেঘরীগ্রামে সাপের কামড়ে তানভীর (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ১টার দিকে নিজ বাড়িতে থেকে সাপে কামড় দিলে ভোরের দিকে তার মৃত্যু হয়।

মৃত তানভীর চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি গ্রামের স্কুল পাড়ার দিনমজুর নাসির উদ্দীনের ছেলে।

জানা গেছে, তানভীর হোসেন প্রতিদিনের মতো নিজ বাড়িতে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলো। ঘুমের মধ্যে শিশু তানভীরকে বিষধর সাপে কামড় দিলে কিছুক্ষণ পর পায়ে যন্ত্রণায় করছে বলে তার মাকে জানান। তার মার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসলে ঘরের মধ্যে থাকা সাপটি দেখতে পায়।

পরে সাপটি মেরে ফেলা হয়। এরপরই দ্রুত তানভিরকে উদ্ধার করে চুয়াডঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু কোলে ঢলে পড়ে তানভীর। সকাল ১০ টায় নিজ গ্রামে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে পুরো গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে আর পরিবার বইছে শোকের মাতম।