বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

তৃতীয় বিয়ে করলেন চিত্রনায়িকা ময়ূরী !

নিউজ ডেস্ক:

ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা ময়ূরী। ফের বিয়ের পিড়িতে বসেছেন এ অভিনেত্রী।

আর এ নিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করলেন এই নায়িকা।

জানা গেছে, চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তিনি বিয়ে করেন। তার স্বামীর নাম মোহাম্মদ জুয়েল আহমেদ। যিনি পেশায় একজন মাদরাসার শিক্ষক।

ময়ূরীর  তৃতীয় স্বামী জুয়েল

এ নায়িকার একজন ঘনিষ্ট আত্মীয় সূত্রে জানা গেছে,  ময়ূরীর দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় মাস তিনেক আগে। এরপর জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন ময়ূরী। টঙ্গীতে নতুন স্বামীর সঙ্গে সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছে ময়ূরীর আগের তরফের একমাত্র কন্যা অ্যাঞ্জেল।

এর আগে ময়ূরীর প্রথম স্বামী রেজাউল করিম খান মিলন ছিলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি মারা যান ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে। কিন্তু সেই সংসারও টেকেনি। এবার শুরু করেছেন নতুন সংসার।

১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন ময়ূরী। তার অভিনীত তিন শতাধিক ছবি মুক্তি পেয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বাংলা ভাই’।

Similar Articles

Advertismentspot_img

Most Popular