বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ আমির খানের ক্ষুদ্ধ ভারতবাসী

নিউজ ডেস্ক:

তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের অভিনেতা আমির খান। এ নিয়ে ক্ষিপ্ত ভারতের জনগণ। আমির খানের এমন আচরণে টুইটারে তাকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছে ভারতীয়রা।

তুর্কি প্রেসিডেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ১৫ আগস্ট তুর্কি প্রেসিডেন্ট প্যালেসে ফার্স্ট লেডি এমিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন আমির। টুইটারে আমিরের সঙ্গে সাক্ষাতের ৩টি ছবি পোস্ট করেছেন এমিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেসব ছবি। এরপর থেকেই ভারতীয় নাগরিকদের রোষাণলে পড়েছেন আমির।

জানা গেছে, সম্প্রতি সম্পর্ক খারাপ যাচ্ছে তুরস্ক ও ভারতের মধ্যে। এছাড়া জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে ভারতের সমালোচনাও করেছে তুরস্ক। ফলে তুরস্কের ওপর খুশি নয় ভারত। এমন পরিস্থিতিতে স্বাধীনতা দিবসে তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে আমিরের সাক্ষাৎকে ভালো চোখে দেখেননি ভারতীয়রা। তার এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

মূলত আমির খানের  সিনেমা লাল সিং চাড্ডার শ্যুটিংয়ের কাজেই তুরস্ক গিয়েছেন তিনি। তবে তার এমন আচরণের পর সিনেমাটি ব্যান করা হতে পারে বলে জানিয়েছে ভারতবাসী।

সূত্র- জি নিউজ

Similar Articles

Advertismentspot_img

Most Popular