রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

তিস্তার পানি বণ্টন চুক্তি তিনটি ফ্যাক্টরে আটকে আছে: ড. গওহর !

নিউজ ডেস্ক:

দিল্লি, ঢাকা ও কলকাতা- এই তিনটি ফ্যাক্টরে তিস্তার পানি বণ্টন চুক্তি আটকে আছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী আছে ৫৪টি। প্রতিটি নদী নিয়ে যদি আলাদাভাবে চুক্তি করা হয়, তবে তা শেষ হতে সময় লাগবে ২০০ বছরের মতো। তাই এসব নদী নিয়ে একসঙ্গে চুক্তি করা হবে, সে আলোচনা চলছে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গওহর এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক মাস আগে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করেন উল্লেখ করে গওহর রিজভী বলেন, সেই আলোচনায় প্রধান বাধা হয়ে দাঁড়ায় কলকাতা। এ ছাড়া দিল্লি ও ঢাকার মধ্যে কিছু সমস্যা রয়েছে, যে কারণে এখনো চুক্তি হয়নি।

ঢাবির আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাবির উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন প্রমুখ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular