তিল দেখার অজুহাতে নারীকে ধর্ষণের চেষ্টা তান্ত্রিকের, অতঃপর… (ভিডিও) !

0
38

নিউজ ডেস্ক:

তান্ত্রিকের ফাঁদে অসহায় এক নারী। শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ সেই তান্ত্রিকের বিরুদ্ধে।

ঘটনা দিল্লির সল্টলেকের বিডি ব্লকের। শরীরের তিল দেখার অজুহাতে নারীর শ্লীলতাহানি করেন  শমসের আলি নামে সেই তান্ত্রিক।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সেই নারী। সঙ্গে ছিল সাংসারিক অশান্তি। এই দুয়ের থেকেই মুক্তি দেবেন বলে জানান সেই তান্ত্রিক। ডেকে নিয়ে যান বাড়িতে। প্রথমে মন্ত্রপাঠ তারপর চিকিৎসার কথা বলে সেই নারীর শরীরের তিল দেখতে চান গুণিন। তিনি গররাজি হলে তার ওপর চড়াও হয় শমসের আলি। এরপর অজ্ঞান হয়ে যান সেই নারী।

কিছুক্ষণ পর তার স্বামী এসে তাকে উদ্ধার করেন। ভর্তি করা হয় হাসপাতালে। নারী মুখ খোলার পর ঘটনার কথা জানাজানি হয়ে যায়। অভিযুক্ত শমসের আলিকে ব্যাপক মারধর করে এলাকার মানুষ।