নিউজ ডেস্ক:
সোনালী, রূপালী এবং কালো এই তিন রঙে বাজারে আসবে আইফোন ৮। ফোনটি সেপ্টেম্বরে বাজারে আসতে পারে।
সম্প্রতি কেজিআিই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-ছি কুও এক গবেষণাপত্রে এ তথ্য জানিয়েছেন। অ্যাপলের পণ্য নিয়ে এর আগেও অনেকবার ভবিষ্যদ্বাণী করেছেন কুও।
অ্যাপলের ভবিষ্যৎ পণ্য নিয়ে কুও-এর গবেষণাগুলো চমকপ্রদ এবং সেগুলো পূর্বে সত্যও হয়েছে। তবে স্যামসাংয়ের পণ্য নিয়েও গবেষণা করেছেন তিনি। কুও-এর গবেষণাপত্র থেকে আইফোন ৮ সম্বন্ধে নিম্মোক্ত তথ্যাদি পাওয়া গেছে।
আইফোন ৮ এ বছরের সেপ্টেম্বরে জনসমক্ষে উন্মোচন করা হবে। কম সংখ্যক ফোনই এবছর বাজারজাত করা হবে।
এ বছরের শেষার্ধ্বে মাত্র ২-৪ মিলিয়ন আইফোন ৮এস বাজারে আসবে। তবে ৪৫-৫০ মিলিয়ন ডিভাইস এবছর নির্মাণাধীন থাকবে।
আইফোন ৮ উন্মোচনের দিনে আইফোন ৭এস এবং আইফোন ৭এস প্লাস স্মার্টফোনও উন্মুক্ত করবে অ্যাপল। বর্তমান আইফোন উত্তরসূরি হিসেবে ফোনগুলো বাজারে আসবে।
এ বছর ৩৫-৩৮ মিলিয়ন আইফোন ৭এস ইউনিট এবং ১৮-২০ মিলিয়ন আইফোন ৭এস প্লাস ইউনিট তৈরি করা হবে।
নতুন আইফোনগুলো ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থণ করবে।
অ্যাপল এবছরের সেপ্টেম্বর মাসে আইফোন ৮ উন্মুক্ত করতে পারে। এতে কাঁচের বডি, পরবর্তী প্রজন্মের ওএলইডি স্ক্রিন এবং আধুনিক সফটওয়্যার চলতে দ্রুতগতির ইন্টারনাল হার্ডওয়্যার থাকবে। আইফোন ৮ স্মার্টফোনের দাম ১ হাজার মার্কিন ডলার হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন।