নিউজ ডেস্ক:
নেইমার স্প্যানিশ লিগে তিন ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন বলে জানিয়েছেন স্পেনের ক্রীড়া দৈনিক মার্কা। শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা আজই দেওয়া হবে বলে জানিয়েছে পত্রিকাটি।
মালাগা-বার্সেলোনা ম্যাচের রেফারি গিল মানসানো জানান, দুই অর্ধে দুটি হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখেছেন নেইমার। দুই হলুদ কার্ডের পর লাল কার্ড দেখলে সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা পান কোনো খেলোয়াড়। কিন্তু গোল পাকিয়েছেন নেইমার নিজেই। মাঠ ছাড়ার সময় তিনি চতুর্থ রেফারির দিকে অপমানসূচক হাততালি দিয়েছিলেন।
স্প্যানিশ লিগের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় রেফারিকে অবজ্ঞা করলে দুই থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তবে নেইমারের ভাগ্যে কি আছে তা আজই বোঝা যাবে।