রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বসবাসরত সকল নাগরিককে শান্ত থাকার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা নিয়ে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না। অপরাধীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম যাচ্ছে একটি প্রতিনিধি দল।
এর আগে পার্বত্য চট্টগ্রাম জেলার সবাইকে শান্ত থাকতে আহ্বান জানিয়ে একটি বিবৃতি দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।