তিন দিনের সফর শেষে অরুণ জেটলির ঢাকা ত্যাগ !

0
19

নিউজ ডেস্ক:

তিন দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি।

বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয়।
এসময় ভারতীয় অর্থমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

এর আগে, গত মঙ্গলবার দুপুরে ঢাকায় আসেন অরুণ জেটলি। সফরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এর মধ্যে দু’দেশের অর্থমন্ত্রীর উপস্থিতে গতকাল বুধবার বাংলাদেশের জন্য পূর্বঘোষিত তৃতীয় দফায় ভারতের ৩৬ হাজার কোটি টাকার ঋণ বাস্তবায়নে চুক্তি হয়।