নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় সাতটি দুর্যোগ সহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় হুলিয়ামারি গ্রামে এ হস্তান্তর অনুষ্ঠান হয়। তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, ইউপি সদস্য মজিবর রহমান, মঈন উদ্দীন শেখ ও ফজলুর রহমান। এ সময় খাড়াগোদা গ্রামের যমুনা বেগম, গড়াইটুপি গ্রামের বেল্টু মিয়া, খেজুরতলা গ্রামের হোসনে আরা, হুলিয়ামারি গ্রামের রহমান, বড়শলুয়া গ্রামের চান ফকির, গবরগাড়া গ্রামের আমিরুল ইসলাম ও তেঘরী গ্রামের রহিমা বেগমের হাতে ২ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করা হয়।