তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চেষ্টায় অগ্রগতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী !

0
18

নিউজ ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড ছিলেন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান। তাকে দেশে ফিরিয়ে এনে ওই মামলায় বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক চেষ্টায় অগ্রগতি হয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসার উদ্দেশ্যে তারেক রহমানের মা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াও সম্প্রতি লন্ডন গিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার টার্গেট নিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসীদের গ্রেনেড হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত তারেক রহমানের অনুপস্থিতিতে ওই মামলার বিচারকাজ এখন শেষ পর্যায়ে।