নিউজ ডেস্ক:
জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে ‘নীলনকশার অংশ হিসেবে’ সরকার তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এর মাধ্যমে জিয়া পরিবারকে হয়রানি করা হচ্ছে বলেও দাবি দলটির।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে সম্পূর্ণরুপে নির্মূল করার নীল নকশার অংশ হিসেবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাশকতার মিথ্যা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একের পর এক জিয়া পরিবারকে নানাভাবে হয়রানি করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে ষড়যন্ত্র বাস্তবায়ন করে যাচ্ছে সরকার।
সরকার রাষ্ট্রযন্ত্র দিয়ে দমন-পিড়ন চালাচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের দানবীয় আক্রমণের ভয়ে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মুখ খুলতে পারে না। মুখ খুললেই তাকে বাড়িঘর-ভিটেমাটি ছেড়ে দেশান্তরিত হতে হয়।
প্রধান বিচারপতি ব্যতিক্রমি সাহস নিয়ে সত্য উচ্চারণ করছেন মন্তব্য করে তিনি বলেন, শাসন বিভাগের সকলের গায়ে জ্বালা ধরেছে। দেশে যে আইনের শাসন নেই এবং সরকার যে আদালতের ওপর প্রভাব বিস্তার করছে তা মাননীয় প্রধান বিচারপতির বক্তব্যে প্রতিনিয়তই ফুটে উঠছে।
বিএনপি এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভোটারবিহীন একদলীয় সরকার ও সরকার প্রধান সমগ্র রাষ্ট্রের দণ্ডমুণ্ডের কর্তা সেজে বসে আছেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রধানমন্ত্রীর একক মালিকানায় পরিণত হয়েছে। আর সেজন্যই শাসকগোষ্ঠী আইন-বিচার-প্রশাসনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র আধিপত্য বজায় রেখে চূড়ান্ত কর্তৃত্বে নেওয়ার বিপজ্জনক খেলায় মেতে উঠেছে।
দেশব্যাপী খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির সূত্র ধরে বিএনপির এই নেতা বলেন, ‘মহাদুর্যোগের এই সময়ে সরকারের ভিত যখন নড়বড়ে ঠিক তখনই জনদৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে নাশকতার মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করছি। এ সময় রিজভী অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকরা হামরা চালিয়ে বিএনপির কর্মীসভা পণ্ড করে দিচ্ছে।