নিউজ ডেস্ক:
তারকা বলেন আর সাধারণ মানুষই বলেন মাথার চুল পড়া থেকে বাঁচতে চান সবাই। কেউই চায় না নিজের মাথার চুল গুলো অকালে ঝরে যাক। আর তারকারা সেটা আর বেশি গুরুত্ব দেন। চুল পড়ার রোগ থেকে বাঁচতে অবলম্বন করেন নানা পন্থা। আর সেই তালিকায় আছেন ক্রিকেটার থেকে বলিউডের অনেক তারকা। চলুন জেনে নিই হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন করা সেই সব তারকাদের সম্পর্কে-
‘মাথার ঘন চুল যখন মরুভূমি হয়ে যায়’ তখন বাড়ে দুশ্চিন্তা। আর তাই তারা মাথার ওয়েসিস দূর করার জন্য নিয়েছেন নতুন প্রযুক্তির সহায়তা। অত্যাধুনিক প্রক্রিয়ায় চুল প্ল্যান্টেশন অনেকটাই বদলে ফেলেছেন নিজেদের। এক কথায় যাকে বলে ভোল বদল।
তারা হলেন- সৌরভ গাঙ্গুলি, বেকহ্যাম, বীরেন্দ্র সেওবাগ, গোবিন্দ, হর্ষ ভোগলে, আদিত্য চোপড়া, হিমেশ রেশমিয়া, সালমান খান ও ক্রিকেটার শেন ওয়ার্ন।