রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

সারা দেশে রাতের তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। তবে এরপর আবার শনিবার থেকে তিন-চার দিনের জন্য দিন ও রাতের তাপমাত্রা কমার প্রবণতা শুরু হতে পারে। এতে তখন সারা দেশে শীতের অনুভূতিও বাড়তে পারে। কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহও। গতকাল বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘দুই দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এরপর ১৮ ডিসেম্বর (শনিবার) থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার কমতে পারে। ২০ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে তখন শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। তবে ২০ ডিসেম্বর মূলত তাপমাত্রা বেশি কমতে পারে। এরপর আবার ২১ ডিসেম্বর (মঙ্গলবার) বা এর পর থেকে আবার তাপমাত্রা বাড়তে পারে।’

তিনি আরো বলেন, ‘১৯ বা ২০ ডিসেম্বর দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমের কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। তবে শৈত্যপ্রবাহ হলেও তা খুব বিস্তৃত পরিসরে হওয়ার আশঙ্কা কম।’

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ বৃহস্পতিবার। সারা দেশে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। আগামীকাল শুক্রবারও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে পরদিন শনিবার আবার দিনের তাপমাত্রা কমতে পারে।

আগামী কয়েক দিন শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে আজ সকাল পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে কুয়াশা তুলনামূলক বেশি থাকতে পারে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular