মো: মাসুদ রানা (কচুয়া)
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল বলেছেন, মাদকের অভিশাপ থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
আমাদের সমাজে বর্তমানে মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দুরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত হতে হবে।
শুক্রবার বিকালে উপজেলার বিতারা ৩৬০ ডিগ্রি ক্রিকেট ক্লাবের আয়োজনে বিবাহিত ও অবিবাহিত ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান মোল্লা,বিতারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডা. আনিছুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রব মেম্বার,অহিদুর রহমান,বিএনপি নেতা ইসমাইল বেপারী,খলিলুর রহমান সহ আরো অনেকে।
খেলায় বিবাহিত ও অবিবাহিত খেলোয়ারদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠি হয়। এতে অবিবাহিত খেলোয়াররা বিজয়ী লাভ করেন। এসময় ফারুক হোসেন,কামাল হোসেন,আনিছুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে চ্যাম্পিয়ান খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এসময় কয়েক শতাধিক ক্রিকেট প্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন।
ছবি: কচুয়ার বিতারা এলাকায় বিবাহিত ও অবিবাহিত ক্রিকেট ফাইনাল খেলায় বক্তব্য রাখছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।