বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

তরুণের মধ্যে ভবিষ্যৎ নেতা দেখছেন সাকিব

নিউজ ডেস্ক:ওয়ানডে ক্রিকেটে সাফল্যের সঙ্গে দীর্ঘদিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তাঁর অধ্যায় শেষ হওয়ার পর ওয়ানডেতে বাংলাদেশেকে নেতৃত্বে দেওয়ার ভার পড়ে তামিম ইকবালের ওপর। কিন্তু তামিমের পর কে হবেন ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক?    

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন নিজের পছন্দ। ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তিন তরুণের নাম বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তাঁরা হলেন লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ত। এই তিনজনের মধ্যেই ভবিষ্যতের ওয়ানডে অধিনায়ক দেখছেন সাকিব।

এই ফরম্যাটে সাকিব নিজেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন বাকি দুই ফরম্যাটেও। সময়ের স্রোতে অনেক কিছু বদলেছে। নিষেধাজ্ঞায় পড়ে শেষ টি-টোয়েন্টি ও টেস্টের নেতৃত্ব হারিয়েছেন সাকিব। তবে এবার ক্রিকেটে ফেরার আগে ভবিষ্যৎ নেতা হিসেবে তিনজনের নাম জানালেন তিনি।

গতকাল মঙ্গলবার রাতে অনলাইন ভিত্তিক কেনাকাটার মাধ্যম ‘দারাজের’ একটি অনুষ্ঠানে উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘অনেকেরই সম্ভাবনা দেখি আমি ওয়ানডে অধিনায়ক হওয়ার। তবে আমার কাছে মনে হয়, তামিমের পর লিটন, মোসাদ্দেক বা শান্ত এই তিনজনের কেউ হলে ভালো করবে।’

বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদউল্লাহ ও মুমিনুল হক। এই দুজনের ওপরই আস্থা রাখছেন সাকিব। তিনি বলেন, ‘টি-টোয়েন্টির ব্যাপারে ঠিক বলতে পারছি না। টি-টোয়েন্টিতে অভিজ্ঞ অধিনায়ক থাকা ভালো। মাহমুদউল্লাহ ভাই খুব ভালো করছেন। আমার মনে হয়, উনি আরো দুই-এক বছর ভালোভাবে করতে পারবেন। টেস্টে মুমিনুল আছে। ওর প্রতি আমার বিশ্বাস-ভরসা দুটোই আছে। আমার ধারণা, ও আরো অনেক বছর অধিনায়কত্ব করে বাংলাদেশকে অনেক ম্যাচ জেতাতে পারে।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular