তরুণীকে ধর্ষণ: ফের ইভানের জামিন নামঞ্জুর !

0
24

নিউজ ডেস্ক:

রাজধানীর বনানীতে এক তরুণীকে ধর্ষণ মামলার আসামি বাহাউদ্দীন ইভানের জামিন ফের নামঞ্জুর করেছেন আদালত।

গতকাল সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীন জামিন আবেদন নাকচ করেন। ইভানের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী মোহাম্মদ ফারুক। এর আগেও ইভানের জামিন নামঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ৬ জুলাই বিকেলে র‌্যাব-১ ও ১১ যৌথভাবে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করে। পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চার দিনের রিমান্ড শেষে ১২ জুলাই ইভান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৪ জুলাই মঙ্গলবার রাতে জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই তরুণীকে বাসায় ডাকে ইভান। ওই তরুণী যেতে না চাইলে ইভান তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেয়। ওই তরুণী রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। এর পরেই সেখান থেকে তিনি চলে আসতে চান। কিন্তু ইভান তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে। রাত সাড়ে ৩টার দিকে ওই তরুণীকে বাসা থেকে বের করে দেওয়া হয়।

প্রায় তিন মাস আগে বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ দিয়ে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা হয়। ওই ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বনানীতে একই ধরনের আরেকটি ঘটনা ঘটে।