নিউজ ডেস্ক:
তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান আজ তথ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত ১২টি উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত ও সুষ্ঠভাবে সমাপ্তির নির্দেশনা দিয়েছেন। তিনি সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন।
তথ্যসচিব কামরুন নাহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশীদ, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমীন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর, বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মপ্রধান আনসার আলীসহ প্রকল্প প্রধানরা অংশ নেন।
বাংলাদেশ বেতারের ৪টি প্রকল্প- জাতীয় বেতার ভবনে আধুনিক ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন, বাংলাদেশ বেতারের মহাশক্তি প্রেরণ কেন্দ্রে ১০০০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ ট্রান্সমিটার স্থাপন, বাংলাদেশ বেতার শাহবাগ কমপ্লেক্স আগারগাঁওয়ে স্থানান্তর, নির্মাণ ও আধুনিকায়ন (১ম পর্যায়) ও বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন এবং বাংলাদেশ টেলিভিশনের ৩টি প্রকল্প- বাংলাদেশ টেলিভিশনের ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন, বাংলাদেশ টেলিভিশনের কেন্দ্রীয় সম্প্রচার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন ও অটোমেশন (১ম পর্যায়) ও দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (১ম পর্যায়) সহ মোট ৭টি প্রকল্পের মধ্যে ৪টি’র বাস্তবায়ন সময়সীমা ২০২১ সালের জুন পর্যন্ত বৃদ্ধি প্রক্রিয়াধীন রয়েছে বলে সভায় জানানো হয়।
এছাড়া, সভায় গণযোগাযোগ অধিদপ্তরের ২টি প্রকল্প- গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ এবং শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়), বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) অডিও ভিজ্যুয়াল সংবাদ প্রবর্তন এবং অডিও ভিজ্যুয়াল সংবাদ তৈরিতে বাসস’র সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প, তথ্য কমিশনের ভবন নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।