নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৭ সালের বার্ষিক অধিবেশন শুরু হয়েছে।
শনিবার সকাল ১১টায় জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অধিবেশন শুরু হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে গত এক বছরে প্রয়াত বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংশ্লিষ্টদের জন্য শোক প্রস্তাব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বার্ষিক সভা আহ্বান করেছেন। সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে।
অধিবেশনে সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ ড. কামাল উদ্দিন।