শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদে নতুন ডিন !

নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে বিশ্ববিদ্যালয় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া নিয়োগ পেয়েছেন।

প্রাক্তন ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গত ৩০ জুন থেকে অবসরগ্রহণ প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর অন্তর্ভুক্ত প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই নিয়োগ প্রদান করেন।

গত রোববার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক ড. নূর-ই-ইসলাম সেলু বিষয়টি নিশ্চিত করেন।
বিধি অনুযায়ী রোববার (২ জুলাই) হতে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular