অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন। তিনি সেখানে জুলাই এবং আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতিগুলো ঘুরে ঘুরে দেখেন।
বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কিছু ছবি পোস্ট করা হয়েছে। দেখা গেছে ড. ইউনুস ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থানরত গ্রাফিতিগুলি পর্যবেক্ষণ করছেন, যেখানে ছাত্ররা তাদের আন্দোলনের অনুভূতি, স্বপ্ন এবং সংগ্রামের চিত্র তুলে ধরেছেন।
এসময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, ক্রীড়া ও শ্রম বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গ্রাফিতিগুলি শুধু শিল্পের একটি মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মের অসন্তোষ ও তাদের দাবি জানাতে একটি শক্তিশালী প্রতিবিম্ব হয়ে রয়েছে।