নিউজ ডেস্ক:
ঢাকা-রোম-ঢাকা বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে দ্রুত উদ্যেোগ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আওয়ামী যুবলীগ ইতালি শাখার উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্রুত আলোচনা করবেন তিনি।
ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।
এতে আরও উপস্থিত ছিলেন ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া, ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহাম্মেদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, নজরুল ইসলাম মাঝি, জসিম উদ্দিন, আতিয়ার রসুল কিটন, এম এ রব মিন্টু, আফতাব বেপারী প্রমুখ।