বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঢাকা থেকে ট্রেন চলাচল ফের চালু

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া ৬টি বগি উদ্ধার করা হয়েছে। ঢাকার কমলাপুর স্টেশন এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছে রেলওয়ে।

শুক্রবার সকাল আটটার দিকে ট্রেনটি উদ্ধার হয়েছে। তাতে দিনের ট্রেন চলাচল শুরু হয়েছে দুই ঘণ্টা দেরিতে।

বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক আরিফ মহিউদ্দিন বলেন, ‘এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়া দিনের শেষ ট্রেন ছিলো। ট্রেনটি যেখানে লাইনচ্যুত হয়েছিলো, সেই স্থান পরিষ্কার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

এদিকে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি জয়নাল আবেদীন বলেন, ‘ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচলের শিডিউলের বিপর্যয় হয়েছে। তবে সকাল থেকেই ট্রেন বাইরে থেকে ঢাকায়  আসছে এবং ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular