নিউজ ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়কে ঈদে যানজটমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সওজ কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকে এ অভিযান চালানো হয় দুপুর পর্যন্ত। অভিযানে প্রায় ৩ শতাধিক অবৈধ ফুটপাত উচ্ছেদ করা হয়।
গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফলের দোকানসহ বিভিন্ন দোকান রেকার ও ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে সওজ কর্তপক্ষ। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণপাশের লেনটি এখন যানচলাচলের উপযোগী হয়ে উঠেছে। উচ্ছেদের সময় সওজ নারায়ণগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান ফারহান সুমেল ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল মাহমুদ উপস্থিত ছিলেন।
উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল মাহমুদ জানায়, প্রভাবশালী একটি চাঁদাবাজ চক্র জনসাধারণের চলাচলের ফুটপাট ও মহাসড়কের কিছু অংশ দখল করে ভাড়া দিয়ে চাঁদা আদায় করত। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় আমরা এ উচ্ছেদ করি। ঈদে ঘরমূখী মানুষদের যাতে শিমরাইল মোড়ে যানজট পোহাড়ে না হয়, এ জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আমাদের নির্দেশ দিয়ে গেছেন। মহাসড়কের পাশে যানজট সৃষ্টি হয়, এমন স্থাপনা উচ্ছেদ করার জন্য। মূলত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নির্দেশেই আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছে।
সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ নারায়ণগঞ্জ সওজ বিভাগ প্রায় ১ বছর পূর্বে প্রায় এক কোটি টাকা খরচ করে শিমরাইল মোড়ের দক্ষিণ পাশের একটি সার্ভিস লেন নির্মাণ করে আমদজী ইপিজেড থেকে আসা পরিবহন ও রিক্সা চলাচল করার জন্য। কিন্তু প্রভাবশালী মহল ঐ জায়গা দখল করে ভাড়া দিয়ে দৈনিক ও মাসিক ভিত্তিতে চাঁদা উত্তোলন করত। এতে করে এ লেন দিয়ে যানবাহন ও রিক্সা চলাচল করতে পারত না। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হত দীর্ঘ যানজট।