ঢাকা-চট্টগ্রাম রুটে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ !

0
30

নিউজ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে আপ লাইনে (চট্টগ্রাম-ঢাকা রুটে) ট্রেন চলাচল স্বাভাবিক।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন পুনিয়াউট রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. মাঈনুল হক।

তিনি আরও বলেন, লাইনচ্যুত ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে। কিছু সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।