বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ঢাকায় গরু নিতে প্রচন্ড গরমে ও যানজটে পড়ে গরু গুলো মারা পড়ার আশঙ্কায় মহা বিপাকে ঝিনাইদহের গরু ব্যবসায়ীরা

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহ থেকে ব্যবসায়িরা ও ট্রাক চালকরা গরু বোঝায় নিয়ে ঢাকা যাবার পথে প্রচন্ড গরমে যানজটে পড়ে গরু গুলো মারা পড়ার আশঙ্কায় মহা বিপাকে ঝিনাইদহের গরু ব্যবসায়ীরা। দৌলতদিয়া ঘাট এলাকায় অব্যাহত যানজটে আটকা পড়ছে কোরবানির পশুবাহী ঝিনাইদহের শতাধিক ট্রাক। প্রচন্ড গরমে দীর্ঘ সময় আটকে থেকে অসুস্থ হয়ে পড়ছে পশু ও রাখাল। রোববার সকালে বড় আকারের দুটি গরু মারা গেছে।  ট্রাক চালক সবুজ মিয়া জানান, তিনি ১২টি গরু নিয়ে ঢাকার উত্তরার উদ্দেশে যাচ্ছেন। প্রায় ২ ঘণ্টা হল সিরিয়ালে আটকে আছেন। ঝিনাইদহ হতে ১৪টি গরু নিয়ে আসা ট্রাক চালক আ.খালেকর বলেন, তার ট্রাকে ১৩-১৪ লাখ টাকার গরু রয়েছে। প্রচন্ড গরমে যানজটে পড়ে গরু গুলো মারা পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে নদীতে তীব্র ¯্রােতে ফেরি পারাপার দেরি হচ্ছে। এতে মহাসড়কে আটকা পড়েছে শত শত যাত্রীবাহী দূরপাল্লার বাস। বিআইডব্লিউটিএর সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন মিয়া জানান, এ নৌরুটে ১৯টি ফেরির সব ক’টি চালু রয়েছে। তবে তীব্র স্রোতে ফেরি পারাপারে দেরি হচ্ছে। গরুবাহী ট্রাক কে পারাপারে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular