বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ড্রয়ের আগেই ৭ লাখ টিকিট বিক্রি ফিফার !

নিউজ ডেস্ক:

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের জন্য ড্র অনুষ্ঠিত হওয়ার আগেই ৭ লাখ ৪২ হাজার ৭৬০টি টিকিট বিক্রি করে ফেলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মস্কোতে আগামী শুক্রবার বিশ্বকাপের জন্য ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবার ড্র অনুষ্ঠানে গ্রুপ ও প্রতিপক্ষ ঠিক হবে।

বিক্রিত টিকিটের মধ্যে স্বাগতিক রাশিয়ার টিকিট আবেদনকারীর সংখ্যাই সবচেয়ে বেশি। রাশিয়া ছাড়া ৪৭ শতাংশ টিকিট আবেদনকারী বিশ্বের বিভিন্ন দেশের।

দ্বিতীয় মেয়াদে ফিফা টিকিট বিক্রি শুরু করবে আগামী ৫ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথমপর্বে টিকিটের জন্য আবেদনকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, চীন, মেক্সিকো, ইসরায়েল, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ফুটবলপ্রেমিরা এগিয়ে রয়েছে। রাশিয়া বিশ্বকাপের জন্য সবচেয়ে দামি টিকিটের মূল্য ৮২৯ পাউন্ড।

Similar Articles

Advertismentspot_img

Most Popular